জিব্রাল্টার জাতীয় ফুটবল দল
ডাকনাম | লস লানিস | |||
---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন | |||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | |||
প্রধান কোচ | হুলিও সেসার রিবাস | |||
অধিনায়ক | রয় চিপোলিনা | |||
সর্বাধিক ম্যাচ | লিয়াম ওয়াকার (৫০) | |||
শীর্ষ গোলদাতা | লি কাস্কিয়ারো (৩) | |||
মাঠ | জিব্রাল্টার ভিক্টোরিয়া স্টেডিয়াম | |||
ফিফা কোড | GIB | |||
ওয়েবসাইট | www | |||
| ||||
ফিফা র্যাঙ্কিং | ||||
বর্তমান | ২০১ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | |||
সর্বোচ্চ | ১৯০ (অক্টোবর ২০১৮) | |||
সর্বনিম্ন | ২০৬ (এপ্রিল ২০১৭ – মার্চ ২০১৮) | |||
এলো র্যাঙ্কিং | ||||
বর্তমান | ১৮০ ১ (১২ জানুয়ারি ২০২৪)[২] | |||
সর্বোচ্চ | ১৭৪ (মার্চ ২০১১) | |||
সর্বনিম্ন | ১৮৮ (জুলাই ১৯৯৫) | |||
প্রথম আন্তর্জাতিক খেলা | ||||
জিব্রাল্টার ০–০ স্লোভাকিয়া (ফারু, পর্তুগাল; ১৯ নভেম্বর ২০১৩) | ||||
বৃহত্তম জয় | ||||
জিব্রাল্টার ১–০ মাল্টা (ফারু, পর্তুগাল; ৪ জুন ২০১৪) জিব্রাল্টার ১–০ লাতভিয়া (জিব্রাল্টার; ২৫ মার্চ ২০১৮) আর্মেনিয়া ০–১ জিব্রাল্টার (ইয়েরেভান, আর্মেনিয়া; ১৩ অক্টোবর ২০১৮) জিব্রাল্টার ২–১ লিশটেনস্টাইন (জিব্রাল্টার; ১৬ অক্টোবর ২০১৮) জিব্রাল্টার ১–০ সান মারিনো (জিব্রাল্টার; ৫ সেপ্টেম্বর ২০২০) লিশটেনস্টাইন ০–১ জিব্রাল্টার (ফাডুৎস, লিশটেনস্টাইন; ১০ অক্টোবর ২০২০) | ||||
বৃহত্তম পরাজয় | ||||
বেলজিয়াম ৯–০ জিব্রাল্টার (লিয়েজ, বেলজিয়াম; ৩১ আগস্ট ২০১৭) |
জিব্রাল্টার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Gibraltar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জিব্রাল্টারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জিব্রাল্টারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০১৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০১৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ২০১৩ সালের ১৯শে নভেম্বর তারিখে, জিব্রাল্টার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পর্তুগালের ফারুতে অনুষ্ঠিত জিব্রাল্টার এবং স্লোভাকিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।
৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিব্রাল্টার ভিক্টোরিয়া স্টেডিয়ামে লস লানিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জিব্রাল্টারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হুলিও সেসার রিবাস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিঙ্কন রেড ইম্পসের রক্ষণভাগের খেলোয়াড় রয় চিপোলিনা।
জিব্রাল্টার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও জিব্রাল্টার এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
লিয়াম ওয়াকার, রয় চিপোলিনা, জোসেফ চিপোলিনা, লি কাস্কিয়ারো এবং জ্যাক গোসলিংয়ের মতো খেলোয়াড়গণ জিব্রাল্টারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে জিব্রাল্টার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৯০তম) অর্জন করে এবং ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জিব্রাল্টারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭৪তম (যা তারা ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৯৯ | সেশেলস | ৮৪৫.৫৩ | |
২০০ | পূর্ব তিমুর | ৮৪৩.৪ | |
২০১ | জিব্রাল্টার | ৮৪০.৮ | |
২০২ | বাহামা দ্বীপপুঞ্জ | ৮৩৫.৮১ | |
২০৩ | লিশটেনস্টাইন | ৮৩৩.০১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭৮ | ৪ | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ | ১০৭৮ |
১৭৯ | ৩ | আফগানিস্তান | ১০৭৩ |
১৮০ | ১ | জিব্রাল্টার | ১০৫৮ |
১৮০ | ১ | বেলিজ | ১০৫৮ |
১৮২ | ২ | সাঁউ তুমি ও প্রিন্সিপি | ১০৫৭ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | ফিফার সদস্য ছিল না | ফিফার সদস্য ছিল না | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | |||||||||||||||
২০০২ | |||||||||||||||
২০০৬ | |||||||||||||||
২০১০ | |||||||||||||||
২০১৪ | |||||||||||||||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ১০ | ০ | ০ | ১০ | ৩ | ৪৭ | ||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ১০ | ০ | ০ | ১০ | ৩ | ৪৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ জিব্রাল্টার জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ জিব্রাল্টার জাতীয় ফুটবল দল (ইংরেজি)